Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

আজমির শরীফের খাদেম মুসলমানদের বললেন-483339

April 5, 2017 4:05 PM
121 0
আজমির শরীফের খাদেম মুসলমানদের বললেন-483339

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সৈয়দ জয়নুল বলছেন, “শুধুমাত্র রসনাতৃপ্তির জন্য গরুসহ যে কোনো প্রাণি হত্যা করা ঠিক নয়। ” ভিডিওতে তিনি আরও বলেন, “রাসুল মোহাম্মদও (সা.) গরুর গোশত খেতে নিরুৎসাহিত করেছেন... তবে গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারি বলেছেন... যদি আমরা এই মাংসটি খাওয়া ছেড়ে দেই তবে তা আমাদের (মুসলমানদের) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। ”

আজমিরের দিওয়ান হিসেবে পরিচিত সৈয়দ জয়নুল আরও বলেন, “আমাদের কোনো কর্মকাণ্ড যেন অন্যের ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে- এটা নিশ্চিত করার মাধ্যমে আমরা অপরের ধর্মকে সম্মান জানাতে পারি। ”

তিনি আরও বলেন, “তারা (হিন্দুরা) যেহেতু গরুকে পবিত্র প্রাণী হিসেবে পূজা করে তাই (মুসলিম হিসেবে) গরুর গোশত খাওয়া ত্যাগ করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ”

তিনি বলেন, “দেশে শান্তি ও সমঝোতার পরিস্থিতি বজায় রাখতে আমি আইন প্রণেতাদের বলবো, নীতিমালা তৈরি করে দেশে গো হত্যা বন্ধ করা হোক। ”

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0