Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

আবারো শিক্ষকদের ভুল! ভর্তি পরীক্ষা-573858

December 5, 2017 12:49 PM
27 0
আবারো শিক্ষকদের ভুল! ভর্তি পরীক্ষা-573858

কুমিল্লা থেকে আগত ভর্তিচ্ছুক মুতাসিম বিল্লাহ ৩য় শিফটের পরীক্ষায় অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের এমন ভোগান্তিতে পড়তে হয়নি। শিক্ষকরা একটু সতর্ক হলে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয় না। ”

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, “ভুলক্রমে একই প্রশ্নে দুইবার পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তৃতীয় শিফটে একই ভুলের আশঙ্কায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ”

এদিকে পরীক্ষা বাতিল ও স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে চলে গেছে। এ বিষয়ে যশোর থেকে আসা শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন,“ এই বিশ্ববিদ্যালয়ে গত বছর ‘এফ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দুইবার হয়েছে। এবারো এমন হচ্ছে। এটা কর্তৃপক্ষের গাফোলতি ছাড়া আর কিছুই না। এভাবে পরীক্ষা দেওয়া অসম্ভব। ”

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0