Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

'কুফা' উট এবার ইংল্যান্ডের কপাল পুড়ল! (ভিডিওসহ)...-655263

July 7, 2018 2:17 PM
203 0
'কুফা' উট এবার ইংল্যান্ডের কপাল পুড়ল! (ভিডিওসহ)...-655263

রাশিয়া বিশ্বকাপের শুরুতে উট শাহিনের ফর্ম খুব খারাপ যাচ্ছিল। যে দলকেই সে বিজয়ী হিসেবে ঘোষণা করছিল, সে দলই হারছিল! তাকে 'কুফা' হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ফিরে পেয়েছে সে। যা ভবিষ্যদ্বাণী করছে তাই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যেমন গতকাল সে বেলজিয়ামকে জয়ী ঘোষণা করেছিল। চোখের জলে দেশে ফিরতে হয়েছে ব্রাজিলকে! দেখা যাক আজকের ম্যাচ নিয়ে শাহিনের প্রেডিকশন কী?

সংযুক্ত আরব আমিরাতের এই উট ফুটবল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে ওস্তাদ। তবে অক্টোপাস পল এর মতো খ্যাতি সে পায়নি। রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিসেরও ফর্ম খারাপ যাচ্ছে। এর মধ্যে আবারও লাইমলাইটে শাহিন। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিন আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ইংল্যান্ড-সুইডেন। ম্যাচের আগে শাহিনের ভবিষ্যদ্বাণী দেখলে ইংলিশরা তো তাকে কাঁচাই খেয়ে ফেলবে!

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0