Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

গোপনে দেবের প্রেমিকার ভিডিও তুলে-469921

March 2, 2017 3:02 PM
91 0
গোপনে দেবের প্রেমিকার ভিডিও তুলে-469921

দেব আর রুক্মিণীর সম্পর্কটা এখন ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। এক সঙ্গে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’-এ প্রথম বার অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে। মডেলিং জগতে তিনি পরিচিত মুখ হলেও এই ছবির মাধ্যমেই টলিউডে এন্ট্রি নিতে যাচ্ছেনন রুক্মিণী। আপাতত চলছে ছবির ডাবিংয়ের কাজ। সেখানেই লুকিয়ে রুক্মিণীর একটি ভিডিও তোলেন পরিচালক। তার পর তা আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নাকি বেশ রেগেই গিয়েছেন দেব!

ডাবিং স্টুডিওতে নাচছিলেন রুক্মিণী। সেই ভিডিও তুলে ট্যুইট করেন রাজ। তিনি লেখেন, ‘ভগবান, এটা কী হচ্ছে? রুক্মিণী আমাকে বিশ্বাস করতে বলো না, এটা চ্যাম্পের ডাবিং!’ আর এরপর রাজ ও রুক্মিণীর মধ্যে চলতে থাকে ট্যুইট করে উত্তর-প্রত্যুত্তরের পালা। দেখুন ...

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0