Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

টাইব্রেকার ভাগ্য কার? ...-656728

July 11, 2018 4:23 AM
29 0
টাইব্রেকার ভাগ্য কার? ...-656728

৯০ মিনিট ধরে ১১ দুগুণে ২২ জন ফুটবলার মিলে ছোটাছুটি করেও যদি একদল অন্য দলের চেয়ে বেশি গোল করতে না পারে, তখন রেফারি সংকেত দেন অতিরিক্ত সময়ের। ১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিটের এ অতিরিক্ত সংযোজনেই খেলার ফল নিষ্পত্তির অনেক চেষ্টা করেছে ফিফা। চালু করা হয়েছিল গোল্ডেন গোল, সিলভার গোলের মতো নানা পদ্ধতি। কিন্তু ক্ষণস্থায়ী সেসব টোটকা ফের তুলে নিয়ে পেনাল্টি শ্যুট আউটের চেনা পদ্ধতিতেই ফিরে গেছেন ফুটবলের নীতিনির্ধারকরা। একদম ওয়েস্টার্ন ছবির ডুয়েল, শুধু তফাত বলতে পিস্তলের বদলে বল! একজনের বিপক্ষে একজন, গোল অথবা ‘নো গোল’। আজ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়া দুই দল—ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া শেষ চারে এসেছে সেই টাইব্রেকার ভাগ্যেই। আজও কি টাইব্রেকারই ঠিক করে দেবে কে যাবে মস্কো আর কে থেকে যাবে সেন্ট পিটার্সবার্গেই?

অন্যদিকে টাইব্রেকারে সবচেয়ে দুর্ভাগা দলের নাম ইংল্যান্ড। এই বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জেতাটাই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথমবারের মতো টাইব্রেকারে জয়। এর আগে ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানি, ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ২০০৬ বিশ্বকাপে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। শুধু বিশ্বকাপেই নয়, ইউরোতেও তিনবার টাইব্রেকারে হেরেছে ইংল্যান্ড। ১৯৯৬ ইউরোতে তো সাডেন ডেথে ইংরেজদের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট মিস করাতেই জিতে যায় জার্মানি! সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বোধ হয় এবার শিষ্যদের ভালো করে অনুশীলন করিয়েছেন সাউথগেট। কে জানে, সাউথগেটের এ প্রস্তুতিই হয়তো ১৯৬৬-র পর ইংল্যান্ডকে পৌঁছে দিতে পারে ফাইনালে!

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0