Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

টিয়ায় কথা রাখেনি! বিড়ালটিকে পিটিয়ে-553343

October 13, 2017 4:34 PM
21 0
টিয়ায় কথা রাখেনি! বিড়ালটিকে পিটিয়ে-553343

টিয়ায় কথা রাখেনি! বিড়ালটিকে পিটিয়ে মারা হয়! খরগোশটাকে খাটাশে খায় আর কুকুর? সেটাকে ফেলে আসতে হয় অন্য এলাকায়!

প্রতিদিন সকালে খরগোশকে সেই ঘর থেকে বের করে সবুজ মাঠে ছেড়ে দিতাম। খরগোশ লাফিয়ে লাফিয়ে হাটতো। একবার আমার কাছে আসতো আরেকবার কিছু দূরে যেতো!

টিয়াটিকে প্রায় সময়ই বারান্দায় রাখতাম। ছোট্ট একটা খাঁচার মধ্যে বসে থাকতো। বাসায় কেউ আসলেই 'হ্যালো' বলতো সে! মাঝে মধ্যে শিস কেটে অবাক করতো আমাদের!

একদিন টিয়াকে নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে গেছি। টিয়া আমার কাঁধেই। হঠাৎ টিয়া উড়াল দিলো! সেই যে গেলো আর ফিরে এলো না!

একদিন স্কুল থেকে বাড়িতে এসে শুনি মেজ ভাবি বিড়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে! বিড়ালটি নাকি তার পোষা সবগুলো মুরগির বাচ্চা খেয়ে ফেলেছিলো!

কোথাও থেকে বাড়িতে ফেরা মাত্রই সেন্ট্রি চিল্লাপাল্লা করতো। আমাকে জড়িয়ে ধরার অবস্থা করে ফেলতো। কোনো বিকেলে সেন্ট্রির সঙ্গে বলও খেলতাম!

একদিন সকালে ঘুম ভেঙে দেখি বাড়ির সামনে অনেক প্রতিবেশি। তাদের একটাই অভিযোগ, সেন্ট্রি রাতে গিয়ে তাদের মুরগি মেরে আসতো! ছাগল-ভেড়া-গরু কামড়িয়ে আসতো!

প্রথমদিকে আমার বিশ্বাস হতো না। পরে দেখি বিষয়টা সত্যিই! আমাদের উঠোনে কিংবা বাড়িতে দিনের বেলায় কারো মুরগি-ছাগল-ভেড়া-গরু এলে সেই রাতে সেই বাড়িতে গিয়ে সেই মুরগি-ছাগল-ভেড়া-গরুকে কামড়িয়ে আসতো!

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0