Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

নিজের পারফর্মেন্স নিয়ে যা বললেন অধিনায়ক...-701982

November 10, 2018 11:39 AM
87 0
নিজের পারফর্মেন্স নিয়ে যা বললেন অধিনায়ক...-701982

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরতার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। দলের 'টপ ফাইভের' একজন তিনি। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে প্রায় নিয়মিতই তার ব্যাট হেসে চলছে। কিন্তু সাদা পোশাকে কেমন যেন নিজেকে হারিয়ে ফেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। গত কয়েকটি টেস্টে পারফরমেন্স দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। কিন্তু কেন এমন হচ্ছে?

গত বছর শ্রীলঙ্কা সফরে শততম টেস্টে মাহমুদউল্লাহকে বাদ দিয়েছিলেন তখনকার কোচ চন্দিকা হাথুরসিংহে। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও দলে ছিলেন না তিনি। বলা হচ্ছিল, মাহমুদউল্লাহ ওয়ানডে এবং টি-টোয়েন্টির যোগ্য। সাদা পোশাকে তার যোগ্যতাও প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু সাকিবের ইনজুরির কারণে সেই মাহমুদউল্লাহ এখন টেস্ট দলের অধিনায়ক। মিরপুর টেস্টে কি নিজেকে বদলে ফেলতে পারবেন তিনি?

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0