Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ফাহিমের মৃত্যু, মুখ খুললেন নওরীন...-626111

April 17, 2018 1:34 PM
35 0
ফাহিমের মৃত্যু, মুখ খুললেন নওরীন...-626111

এখন বলি ফাহিমের ফ্রেন্ড সুইডেন ইসলাম এবং জায়েদ প্লাবনের কথা, ফাহিমের মা মারা যাওয়ার পর একবারের জন্য তারা কেউ ফাহিমকে দেখতে আসেনি, ফাহিম মারা যাওয়ার কিছুদিন আগে সুইডেন তার বউকে নিয়ে ধানমন্ডি থেকে কোথাও যাচ্ছিলো তখন আমি আর ফাহিম তাদের পাশের রিকশাতে, ফাহিম সাথে সাথে সুইডেনকে কল করে মজা ঠাট্টা করলো। কই? তুমি এতো ভালো ফ্রেন্ড নাকি রিকশাটা সাইড করে বন্ধুটাকে একটু জড়িয়ে ধরতে পারলি না?

ইমরান ফাহিমের আরেক ছোটবেলার বন্ধু ও রুমমেট। আমার ইমরানের কাছে প্রশ্ন কেনো ইমরান? তুমি পাশের রুমে থেকেও তোমার বন্ধুকে আটকাতে পারলা না? অহ হ্যাঁ তুমি তো নাকি ফাহিমের রুমে গিয়ে আস্ক করেছিলা যে এমন স্ট্যাটাস কেনো দিছিস, ফাহিম উত্তরে কি বলেছিলো ইমরান আবার বলবেন কষ্ট করে? আমি বলি? ফাহিমের উত্তর ছিলো 'নওরিনকে ভয় দেখাতে দিয়েছি।' তাহলে আমি কিভাবে খুনি হই? ফাহিমের যখন জন্ডিস ধরা পরলো তখন ফাহিমের পাশে রাত দিন কে ছিলো ইমরান?

বেশি দিন আগের তো কথা না। বাচ্চাটা আমার খেতে পারে না, খাবার রান্না করে কখনো কিনে এনে নিজে হাতে খাওয়াইসি, তুমি তো সব দেখেছিলে, তোমাকেও তো খাবার শেয়ার করেছিলাম। এতো জলদি ভুলে গেলা?

আচ্ছা আপনারাতো এতো জ্ঞানী তাহলে আমার যদি আরেকটা রিলেশন থাকতো তাহলে এইযে আমি সারাদিন ফাহিম নিয়ে পড়ে থাকতাম, অর সাথেই ছবি দিতাম তাহলে কি অন্য বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিতো?

আল্লাহ্‌ যদি থেকে থাকেন এদের উত্তর উনি দিবেন। আমাকে যখন আমার ফ্যামেলি বার বার কনফার্ম করে যে আসলেই আমার ফাহিম নেই, আমি আবার ফাহিমের বাবাকে ফোন দেই, আংকেল প্লিজ আমি আমার ফাহিমকে দেখবো। কোথায় আছেন আপনারা? আমাকে বলে নাই। আমি অনেক বার রিকোয়েস্ট করেছিলাম বাট আমাকে বলেও নাই কই আছে, আর উত্তরে এটাও বলেছিলো যে এখন দেখে কি করবা?

আর একটু বলে রাখি যে ফাহিম যখন ছাদ থেকে সুইসাইড অ্যাটেম্পট নিয়েছিলো সাথে সাথে আমার মা ফাহিমের বাবাকে ফোন করে বলেছিলেন ফাহিম পুরাই মেন্টালি হয়ে গেছে। ওর একা থাকাটা রিস্ক আপনি এসে ফাহিমকে নিয়ে যান। তার বাবা উত্তরে বলেছিলেন, আচ্ছা দেখছি। আর তার বোন রোদেলা আমাকে বলেছিলো, আপু আমি হলে এমন ছেলের সাথে জীবনেও থাকতাম না, আমার ভাই তো কুত্তা হয়ে গেছে, ও একটা জানোয়ার জানো না তুমি?

আমি শুধু জানি আমি ফাহিমকে ভালোবাসি আর আমার ফাহিমও আমাকে অনেক ভালোবাসে। বাস!!

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0