Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

বেয়ারস্টোর বাবার আত্মহত্যা ও-551720

October 9, 2017 8:02 AM
22 0
বেয়ারস্টোর বাবার আত্মহত্যা ও-551720

বাবা ছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার। দেশের হয়ে টেস্টও খেলেছেন। ছেলে জনি বেয়ারস্টকে ছোট থেকেই নিরন্তর উৎসাহ জুগিয়ে গেছেন খেলাধুলায়। কিশোর বয়সে ক্রিকেট ও ফুটবল দুটোই পছন্দ করতেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বেয়ারস্টো। বাবা চাইতেন, ছেলে যেটা পছন্দ করবে সেটাতেই তার যাত্রা শুরু করবে। সবকিছু ঠিক চলছিল। কিন্তু হঠাৎ অজানা এক ঝড়ে ভেঙে গুড়িয়ে গেল সুখের সংসার!

বেয়ারস্টো যখন ছোট, তখন তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার সামর্থ্য ছিল না। হতাশ হয়ে পড়েছিলেন বাবা। আজ থেকে ১৯ বছর আগে একদিন বাড়ি এসে ৮ বছর বয়সী ছেলেটি দেখল, বাবা ডেভিড সিলিংয়ে ঝুলে আছেন! দেহে প্রাণ নেই!

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0