Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

যে কারণে নিজের ভোটও পেলেন না হাসান মারুফ রুমী...-722093

January 3, 2019 1:41 PM
257 0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক আলোচিত ঘটনার একটি চট্টগ্রাম-১০ আসনের গণসংহতি ফোরামের প্রার্থী হাসান মারুফ রুমীর ০ ভোট পাওয়া। বিষয়টি সোশ্যাল সাইটেও বেশ আলোচিত হয়েছে। কিন্তু তিন লক্ষের বেশি ভোটার যে চট্টগ্রাম-১০ আসনে, সেখানে একজন প্রার্থীর একটি ভোটও না পাওয়া কতটা বিশ্বাসযোগ্য - কিংবা কতটা বিস্ময়কর? প্রশ্ন উঠেছে, এমনকি তিনি নিজের ভোটটিও বা কেন পেলেন না?

তিনি জানান, তার কর্মী-সমর্থক এবং পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই ভোট দেয়ার পর তাদের ভোটার নম্বরও তাকে জানিয়েছিলেন। যদি ধরেও নেয়া যায় কর্মী-সমর্থক বা পরিবারের সদস্যরা তাকে ভুল তথ্যই দিয়েছেন, কিন্তু হাসান মারুফ রুমী তার নিজের ভোটটি কাকে দিলেন? নির্বাচনে একজন প্রার্থী একটি ভোটও না পেলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, নিজের ভোটটি কেন তিনি নিজের মার্কায় দিলেন না? সেটা গেল কোথায়?

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0