Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

লালন অনুসারী হওয়ায় জানাজা বয়কট -549567

October 3, 2017 3:53 PM
16 0
লালন অনুসারী হওয়ায় জানাজা বয়কট  -549567

এ বিষয়ে চাঁনপুর কবরস্থান মাদ্রাসার দায়িত্বরত হাফেজ মাওলানা তরিকুল ইসলাম বলেন, "নুর মোহাম্মদের জানাজায় কেউ বাধা দেয়নি। তবে সে অন্য মতাদর্শে বিশ্বাসী হওয়ায় ও অনেক আগেই ইসলাম ধর্মের পথ থেকে সরে আসায় তার জানাজা বয়কট করা হয়েছে। সে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন সময় আমাদের সঙ্গে বাদানুবাদ ও কটুক্তি করেছে। এ ছাড়া স্থানীয় ইমামরা আমাকে তার জানাজা পড়াতে নিষেধ করেছিলেন। "

এদিকে, নূর মোহাম্মদ যে সংগঠনের সদস্য সেই সংগঠন মাগুরা সদরের দরিমাগুরা লালন সাধু সংঘের দীক্ষা গুরু তিলাম হোসেন মাস্টার বলেন, "পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নূর মোহাম্মদ মাগুরা সদরের দরি মাগুরা লালন সাধু সংঘে আমারই শিষ্য ছিলেন। " তিনি লালন আধ্যাত্মবাদে বিশ্বাসী একজন মানবতাবাদী ছিলেন। ইসলাম ধর্মের সঙ্গে লালন মতাদর্শের কোনও বিরোধ নেই। শান্তির ধর্ম ইসলামে মানুষকে ভালবাসার কথাই বলা হয়েছে। আমরা একইভাবে মানুষকে ভালবেসেই গানে গানে লালনের আধ্যাত্মিক মতাদর্শ প্রচার করি। এ কারণে এটিকে ইসলামবিরোধী বলে কেউ ব্যাখ্যা দিলে তা দুঃখজনক। "

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0