Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

স্তন নিয়ে অশ্লীল পোস্টের উচিত জবাব-442662

December 19, 2016 6:57 AM
87 0
স্তন নিয়ে অশ্লীল পোস্টের উচিত জবাব-442662

ইভটিজার উত্তর দেওয়ার জন্য ফের ফেসবুকের লাইভ ভিডিও-কেই হাতিয়ার করেছেন তিনি। এই ভিডিও-তে শ্রাভ্যা তার স্তনের মাপ জানতে চাওয়াদের উদ্দেশে বলেছেন, "বন্ধুরা, যখন একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে তখনও তোমরা আমার শরীর নিয়ে পড়ে আছো। ভারত ক্রমশই নিচে নামছে। এই নিয়ে তোমাদের মাথাব্যাথা নেই। "

এরপরই শ্রাভ্যা নিজেই একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন। আর এরপরই তিনি বলছেন, "আমার মুখে অশ্লীল শব্দ শুনে তোমরা অবাক হচ্ছো। আমি তোমাদের আমার শারীর দেখাচ্ছি না। আমার স্তন কেমন তা নিয়ে তোমাদের চিন্তিত হতে হবে না। হ্যাঁ, আমার স্তন খুবই সুন্দর এবং এই নিয়ে আমার গর্ব আছে। কিন্তু, তাতে তোমাদের এত সমস্যা কেন? তোমার মায়ের কি স্তন নেই। জগতের প্রতিটি মহিলারই স্তন আছে। এটা তাদের শারীরিক বৈশিষ্ট্য। "

তিনি আরও বলেন, "সবসময় নিজেকে হাস্যকর অবস্থায় নিয়ে যেও না। দেশের সম্পর্কে তথ্য নাও। কী ভাবে দেশ এগোচ্ছে জানার চেষ্টা কর। শুধু মহিলাদের স্তন নিয়ে আলোচনা করলে তো হবে না। বহুদিন থেকেই অনেকে আমার স্তনের মাপ নিয়ে প্রশ্ন করছে। আমি প্রচুর উত্তর দিয়েছি। এনাফ ইজ এনাফ। "

শুধু শ্রাভ্যা নন এর আগে ফেসবুকে লাইভ ভিডিও-তে অভিনেত্রী শ্রুতি হাসানকে শুনতে হয়েছিল তিনি হিন্দু না মুসলিম? সেই প্রশ্ন। যদিও, মেজাজ গরম করেননি শ্রুতি। স্পষ্ট ভাষায় এবং শান্তভাবেই তিনি জানিয়েছিলেন, "আমি একজন ভারতীয়, আর আমার মনে হয় সব ঈশ্বরই সুন্দর এবং সমান ক্ষমতা রাখেন। সুতরাং, এই প্রশ্নের কোনও মানে হয় না। "

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0