Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

১৯ বছরের সাহসী মা এবং পুলিশের ভেজা চোখ-610884

March 8, 2018 9:49 AM
50 0
১৯ বছরের সাহসী মা এবং পুলিশের ভেজা চোখ-610884

মেয়েটির পরিবার খুবই দরিদ্র। মেয়ের বাবার সাথে কথা বলতেই বললো, 'স্যার মেয়ের জামাই নাই, বাচ্চা কোত্থেকে আসলো এর উত্তর ক্যামনে দিব আমি? আমারে বাঁচান স্যার!' উভয় সংকট অবস্থায় বাবা চলে গেলেন, ফেলে গেলেন অনাদরে বেড়ে উঠা মেয়েটিকে। আশ্রয়দানকারী যা খাওয়ায় মেয়েটি তাই খাচ্ছে, যা মোটেও পর্যাপ্ত নয়। মাঝে মাঝে ভাই হয়ে যেতে ভাল লাগে; নাম বলতে না চাওয়া ওদের ভাই হতে আরো ভাল লাগে! বোন একটা ভাই ঠিকই পেল, কিন্তু মানসিক প্রশান্তি সেতো এক ভিন্ন বিষয়! তা কী আর আসে?

আবারো চুপ থেকে বলতে লাগলো, আমার পরিচয় ভাই না-ই জানলো ও, আমি না হয় অজানা, অচেনা এক মা হয়েই থাকলাম...বলেই চিৎকার করে কান্না জুড়ে দিল ১৯ বছরের সহজ সরল 'মা'!

এই কান্নার সামনে ইউনিফর্ম, পেশাগত নিরপেক্ষ গাম্ভীর্য ম্লান হয়ে দু চোখ ভরে জল আসতে থাকে পুলিশেরও! ছলছল চোখের সে অশ্রু অফিসার কাউকে দেখাতে চায় না। পৃথিবীর সবচেয়ে দুর্বল মাকে আরো দুর্বল করতে চায় না সে অফিসার...!

আন্তর্জাতিক নারী দিবসে আমার বিনম্র শ্রদ্ধা সকল সবল, দুর্বল, অশিক্ষিত, স্বশিক্ষিত ও সুশিক্ষিত সেই নারীদের প্রতি যারা প্রতিনিয়ত সমাজ পরিবর্তনের এক শক্ত ভিত গড়ে চলেছেন...

উত্স: kalerkantho.com

সামাজিক নেটওয়ার্কের মধ্যে শেয়ার করুন:

মন্তব্য - 0